রাশমিকা মান্দানা তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে, এরপর তামিল, তেলুগু এবং হিন্দি ছবিতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। ‘পুষ্পা’-র পর তিনি পুরোপুরি ‘প্যান-ইন্ডিয়ান’ স্টার হিসেবে প্রতিষ্ঠিত।

তবে, যে ইন্ডাস্ট্রিতে তাকে প্রথম সুযোগ দেয়া হয়েছিল, সেই কন্নড় সিনেমায় এখন তার কম উপস্থিতি নিয়ে আগে কিছু সমালোচনা ও গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি কিছু ভক্ত তার কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হওয়ার দাবিও তুলেছিলেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর প্রসঙ্গে রাশমিকা আগে কোনো মন্তব্য করেননি। এবার নিজেই স্পষ্ট করলেন বিষয়টি। তিনি বলেন, “ছবির মুক্তির সময় সঙ্গে সঙ্গে দেখা করা হয়নি, তবে সম্প্রতি ছবিটি দেখেছি এবং নির্মাতাদের বার্তাও পাঠিয়েছি। তারা ধন্যবাদ জানিয়ে উত্তর দিয়েছেন।”

রাশমিকা এও জানান, কন্নড় ইন্ডাস্ট্রিতে তার নিষিদ্ধ হওয়ার কোনো সত্যতা নেই। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির ভেতরের বিষয় সাধারণ মানুষ জানে না। আমাদের ব্যক্তিগত জীবন অনলাইনে শেয়ার করি না, তাই ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্যের কোনো প্রভাব পড়ে না। তবে আমাদের কর্মজীবন নিয়ে করা মন্তব্য আমরা শুনে সিদ্ধান্ত নিই।”

তিনি শেষ করেন, “এখনও পর্যন্ত আমি কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ নই।”