২০২৫ সাল অভিনেত্রী রাশমিকা মন্দানার ক্যারিয়ারের সবচেয়ে বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত বছর। এই বছর মুক্তি পাওয়া তাঁর পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা বক্স অফিস থেকে মোট ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মধ্যে ভিকি কৌশলের বিপরীতে ব্লকবাস্টার ‘ছাবা’ (৮০০ কোটি রুপি) থেকে শুরু করে সমালোচকদের প্রশংসিত ‘দ্য গার্লফ্রেন্ড’ (৫০ কোটি রুপি) রয়েছে। পাঁচটি ভিন্ন ঘরানার ছবিতে কাজ করে এই বছরে তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় রাশমিকা জানান, প্রায় ৯ বছর ধরে নিজেকে প্রমাণ করার যে চাপ তিনি অনুভব করতেন, ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় অভিনয় করে তিনি সেই চাপ থেকে মুক্তি পেয়েছেন। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, “প্রতিটি ছবির গল্প আলাদা। ‘অ্যানিমেল’ একজন খ্যাপাটে মানুষকে কেন্দ্র করে বানানো একটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা আর ‘দ্য গার্লফ্রেন্ড’ এক দ্বিধাগ্রস্ত নারীর নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। দুটোই থাকা জরুরি, কারণ দুটোই বাস্তব।” তিনি জোর দিয়ে বলেন, ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে সমালোচনা হলেও তাঁর করা ‘গীতাঞ্জলি’ চরিত্রটি কোনোভাবেই দুর্বল ছিল না।

রাশমিকা মনে করেন, নারীদের জন্য ইন্ডাস্ট্রিতে টিকে থাকার সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হয় দর্শক পরিচিতি পাওয়ার পর। তাঁর ভাষ্যে, “আপনাকে সব সময় নতুন কিছু দিতে হবে, নিজেকে বদলাতে হবে।” তিনি মানেন, দর্শক নারীদের ক্ষেত্রে বয়স, চেহারা, নতুনত্ব সবকিছুই বেশি খুঁটিয়ে দেখে। পুরুষদের ক্ষেত্রে এই চাপ তুলনামূলক কম থাকে। ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার দর্শকের প্রতিক্রিয়া তাঁকে অবাক করেছে। তিনি বলেন, “যখন দেখলাম ৯০ শতাংশ নারী বাইরে এসে বলছে, ‘এটাই তো আমার গল্প’ সত্যিই মনটা ভেঙে গেল। মনে হয়েছে, এই দুনিয়ায় কত যন্ত্রণা জমে আছে!”

সব মিলিয়ে চলতি বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। আয়ের এই খতিয়ানে চলতি বছর তাঁর ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। বর্তমানে রাশমিকা তাঁর পরবর্তী প্যান-ইন্ডিয়ান অ্যাকশন ফিল্ম ‘মাইসা’-র জন্য প্রস্তুত হচ্ছেন, যেখানে তাঁকে আরও শক্তিশালী এক চরিত্রে দেখা যাবে।