রণবীর সিং বর্তমানে তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যে ভাসছেন। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে বক্স অফিসে ৬০০ কোটি টাকার নেট আয় স্পর্শ করতে চলেছে এবং ধারণা করা হচ্ছে এটি ৭০০ কোটি টাকার মাইলফলকও ছাড়িয়ে যাবে। নতুন বছরের ছুটির মৌসুমে দর্শক সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকায় ছবিটির ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তবে এই বিশাল সাফল্যের মাঝেই খবর এসেছে যে, রণবীর সিং ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ধুরন্ধরের ব্যাপক সাফল্যের পর রণবীর সিং তাঁর পরবর্তী কাজগুলো নিয়ে নতুন করে ভাবছেন। তিনি মূলত এখন সঞ্জয়লীলা বানসালি, লোকেশ কানাগরাজ এবং অ্যাটলি কুমারের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী। বিশেষ করে ধুরন্ধর সিনেমায় ইতিমধ্যে একটি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করার পর তিনি পরপর একই ধরনের চরিত্রে পর্দায় আসতে চাইছেন না। এই কারণেই তিনি জয় মেহতার জম্বি থ্রিলার সিনেমা ‘প্রলয়’-এর কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দ্রুত এর শুটিং শুরু করার পরিকল্পনা করছেন।
রণবীর সিং ডন থ্রি-র চেয়ে অন্যান্য প্রজেক্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রলয় সিনেমার জন্য নিজেই শিডিউল ও তারিখ সমন্বয় করছেন। অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, ধুরন্ধর মুক্তির পরই রণবীরের ডন থ্রি-র প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। সিনেমাটিতে নারী প্রধান হিসেবে কৃতি শ্যানন ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এবং ইউরোপের বিভিন্ন স্থানে এর শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে রণবীর তাঁর আগামী প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ডন ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার জন্য ভক্তদের অপেক্ষা এখন আরও দীর্ঘ হতে যাচ্ছে।