‘গোমাংস’ খাওয়ার পরও রামের চরিত্রে রণবীর? সদ্গুরুর সাফ জবাব “পরের ছবিতে রাবণও হতে পারেন তিনি!”
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। চরিত্রের গভীরে ঢুকতে তিনি নিজের জীবনযাত্রাতেই বড় পরিবর্তন এনেছেন নিরামিষ খাওয়া শুরু করেছেন, ধূমপান ছেড়েছেন, এমনকি নিয়মিত ধ্যানও করছেন। তবু রণের কপালে শান্তি নেই। একসময় গোমাংস খাওয়ার কথা প্রকাশ্যে বলেছিলেন বলে এখন অনেকে প্রশ্ন তুলছেন, এমন কেউ কীভাবে রামের চরিত্রে অভিনয় করতে পারেন?
এই বিতর্কে মুখ খুলেছেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু। ছবির প্রযোজক নমিত মলহোত্রের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “অতীতের কিছু কথা টেনে এনে আজ কাউকে বিচার করা ঠিক নয়। রাম চরিত্রে অভিনয় মানে বাস্তব জীবনে রাম হওয়া নয়। হতেই পারে, পরের ছবিতে রণবীর রাবণের ভূমিকায় অভিনয় করবেন।”
রাবণের চরিত্রে আছেন দক্ষিণী তারকা যশ। সদ্গুরুর ভাষায়, “যশ অসাধারণ সুদর্শন এক অভিনেতা।” উত্তরে নমিত বলেন, “আমরা ছবিতে রাবণের ভক্তি, জ্ঞান আর গভীরতা সব দিকই দেখাতে চাই।”
২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর নিজেই বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের, পেশোয়ারি খাবারের প্রতি আমার দুর্বলতা ছোটবেলা থেকেই। পাঁঠার মাংস, পায়া আর গোমাংস সবই ভালোবাসি।” তখনই কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে অনেকেই তার পক্ষে বলেছিলেন, একজন অভিনেতার কাজ তার পারফরম্যান্সে বিচার করা উচিত, ব্যক্তিগত পছন্দে নয়।
এখন প্রশ্ন একটাই, রামের চরিত্রে রণবীরকে নিয়ে বিতর্ক কি মুছে যাবে, নাকি আরও ঘনীভূত হবে?