রণবীর কাপুরকে ঘিরে আলোচনার তো শেষ নেইই, তার ওপর তিনি যখন বড় কোনো প্রজেক্টে থাকেন, তখন সামান্য ঘটনাও আগুন ধরে ছড়িয়ে পড়ে। এবারও সেটা-ই হয়েছে।
নেটফ্লিক্সের ডাইনিং উইথ কাপুরস শোর একটি ক্লিপে দেখা যায়, পরিবারের ডিনার টেবিলে ফিশ কারি, মাটন আর পায়াসহ একাধিক নন-ভেজ পদ সাজানো। টেবিলে রণবীরও বসে আছেন। এখান থেকেই শুরু বিতর্ক। কারণ ভক্তদের একটা অংশ মনে করিয়ে দেয়, নিতেশ তিওয়ারির রামায়ণ-এ ভগবান রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে রণবীর নাকি নিরামিষভোজী হয়েছিলেন।
ভিডিওতে তাকে কিছু খেতে দেখা যায় না, তবুও দর্শকদের প্রশ্ন তাহলে আগের বক্তব্যগুলো কোথায় রাখবেন? বিষয়টা ঘোরে গিয়ে তার পিআর টিমের ওপরও। অভিযোগ ওঠে, তারা নাকি এমন ধারণা ছড়িয়েছিল যে রণবীর পুরোপুরি সাত্ত্বিক জীবনধারায় গেছেন, মাংস, ধূমপান এবং অ্যালকোহল সবই বাদ দিয়েছেন।
এরই মধ্যে সামনে আসে রণবীরের পুরোনো এক সাক্ষাৎকার, যেখানে তিনি খোলাখুলিই বলেছিলেন, পেশোয়ারি খাবারের প্রতি তার আলাদা দুর্বলতা আছে, আর তিনি “বিগ বিফ গাই।”
ভক্তদের বড় অংশ অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন, রণবীর কী খান না খান, সেটা তাদের বিচার করার বিষয় নয়। সমস্যা তারা দেখছেন গল্প বদলে যাওয়ার মধ্যে।
এ নিয়ে তর্কযুদ্ধ চললেও রামায়ণ নিয়ে উত্তেজনা কমেনি একটুও। রাম হিসেবে রণবীর, সীতা হিসেবে সাই পাল্লবী আর রাবণ হিসেবে ইয়াশ এই কাস্টিংই যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, আর ছবিটিকে ইতিমধ্যেই ভারতের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে।