বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে 'দাবাং' খ্যাত পরিচালক অভিনব কাশ্যপের লাগাতার অভিযোগের জবাবে এবার মুখ খুললেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি দৃঢ়ভাবে সালমান খানের পাশে দাঁড়িয়ে অভিনবকে প্রকাশ্যে 'মিথ্যাবাদী' বলে অভিযুক্ত করেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের পক্ষে সুর মিলিয়ে রাখি বলেন, "মর্ত্যের দেবতা সালমান। আমার জন্য অনেক করেছেন।" তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, যখন তাঁর কোনো কাজ ছিল না, সেই সময় সালমান তাঁকে কাজ দিয়েছিলেন, 'বিগ বস'-এ এনেছিলেন এবং তাঁর মায়ের ক্যানসারের চিকিৎসায় সাহায্য করেছিলেন।

গত কয়েক মাস ধরে অভিনব কাশ্যপ সালমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে চলেছেন। এ বিষয়ে রাখি বলেন, "একটা লোক কয়েক দিন ধরে সালমানের বিরুদ্ধে প্রচুর বাজে কথা বলছে। যেখানেই তাকে দেখতে পাব, চটি খুলে পেটাব।" রাখির দাবি, শুটিং সেটে নাকি 'মহিলাদের সঙ্গে অভব্য আচরণ' করতেন অভিনব।

রাখির অনুমান, সালমানের কোনো শত্রু হয়তো অভিনবকে টাকার বিনিময়ে এসব কুৎসা রটানোর জন্য ইন্ধন দিচ্ছে।

তিনি আরও বলেন, "অভিনব এখন মিডিয়ার সামনে খারাপ কথা বলছে, সালমানের পরিবার টেনে কথা বলছে। সে মিথ্যা কথা বলছে। কোনো দিন যদি অভিনবের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ১০টা ডিম ছুড়ে মারবেন তাকে।"