জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী জেফার রহমান দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে রাফসান নিজেই এই সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করেন। যদিও আজ তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে গত শনিবার (১০ জানুয়ারি) জেফারের নিজ বাসভবনে দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তার সাথে তাঁদের নিকাহ সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি প্রকাশ করে রাফসান তাঁর পোস্টে বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের নতুন এই সুন্দর অধ্যায়ের জন্য সবার আশীর্বাদ প্রার্থনা করেন। আজ বুধবার ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাঁদের বিয়ের বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে ঘরোয়া পরিসরে ছোট করে তাঁদের গায়ে হলুদও সম্পন্ন হয়েছিল। দীর্ঘ জল্পনা-কল্পনার পর আজ আনুষ্ঠানিকভাবে নিজেদের জীবনকে এক সুতোয় বাঁধলেন এই তারকা জুটি।
গত প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের প্রেম নিয়ে শোবিজ অঙ্গনে নানা কানাঘুষা চললেও তাঁরা এতদিন নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে আসছিলেন। বিশেষ করে থাইল্যান্ডে তাঁদের ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। উল্লেখ্য, এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে; এর আগে ২০২৩ সালের শেষের দিকে চিকিৎসক সানিয়া এশার সাথে তাঁর তিন বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল। সব আলোচনা ও বিতর্ক পেছনে ফেলে জেফার-রাফসান এখন নতুন এক যাত্রার সূচনা করলেন।