চেহারার গঠন বা ওজন নিয়ে শোবিজ অঙ্গনে তারকাদের প্রায়ই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মা হওয়ার পর যেমন অনেক নায়িকাকে কটাক্ষের শিকার হতে হয়, রাধিকার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল তাঁর ক্যারিয়ারের একদম শুরুর দিকে। একটি বড় প্রযোজনা সংস্থার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ওজন বেড়ে যাওয়ায় তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল।

রাধিকা জানান, শুটিং শুরুর আগে তিনি একটি ভ্রমণে গিয়েছিলেন এবং আগেই জানিয়ে দিয়েছিলেন যে সেখানে তিনি ডায়েট করবেন না। এর ফলে তাঁর ওজন প্রায় চার কেজি বেড়ে যায়। যদিও তিনি ফিরে এসে দ্রুত ওজন কমিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু প্রযোজনা সংস্থা তাঁকে সেই সুযোগ দেয়নি। বরং একটি ফটোশুট করে তাঁকে ‘মোটা’ তকমা দিয়ে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়। ছবিটি পরবর্তীতে অন্য নায়িকাকে নিয়ে নির্মিত হয় এবং বক্স অফিসে দারুণ সফল হয়।

এই ঘটনা রাধিকাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘদিন তিনি ওজন বেড়ে যাওয়ার আতঙ্কে ভুগতেন। এই মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে তাঁকে পেশাদার মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শক্ত করেছেন। মা হওয়ার পর পুনরায় তাঁর ওজন বাড়লেও এবার তিনি আর ভেঙে পড়েননি, বরং আত্মবিশ্বাসের সঙ্গেই কাজ চালিয়ে গেছেন।

বর্তমানে রাধিকা মনে করেন, ক্যারিয়ারের শুরুর সেই ধাক্কা তাঁকে মানসিকভাবে আরও দৃঢ় হতে সাহায্য করেছে। অতীতে যা তাঁর জন্য কষ্টের কারণ ছিল, আজ তা এক বড় জীবন শিক্ষায় পরিণত হয়েছে।