৪২ বছর আগে অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মুক্তির পর সেই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেললেও এরপর আর এই তিন তারকাকে একসঙ্গে বড়পর্দায় দেখা যায়নি।
চার দশক পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আবারও একসঙ্গে সিনেমা করার ঘোষণা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) এসভিএফ প্রযোজিত ও চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রসেনজিৎ। ট্রেলার লঞ্চে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই আমরা তিনজন একসঙ্গে একটি সিনেমা করব। এটা আমার অনেকদিনের ইচ্ছে। দীপক দা (চিরঞ্জিত) আর রঞ্জিত দার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।
প্রসেনজিতের কথায় সায় দিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য, হ্যাঁ, ও এটা অনেকদিন ধরেই বলে আসছে।
এই ঘোষণার পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে উত্তেজনা। চার দশক পর বাংলা সিনেমার এই জনপ্রিয় ত্রয়ীকে আবার একসঙ্গে বড়পর্দায় দেখার খবরে স্বাভাবিকভাবেই বাড়ছে আগ্রহ।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর পর ‘বিজয়নগরের হীরে’ সিনেমার মাধ্যমে আবার একসঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তী। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এই সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, রাজনন্দিনী পাল, শ্রেয়া ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়সহ অনেকে।