নতুন বছরের শুরুতেই একেবারে নতুন রূপে সামনে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগের মিষ্টি হাসি ও গ্ল্যামার ছাপিয়ে এবার তাকে দেখা যাবে আরও কঠিন ও রহস্যময় চরিত্রে। তাঁর নতুন ছবি ‘দ্য ব্লাফ’ এ তিনি অভিনয় করছেন জলদস্যু রাণী ব্লাডি মেরি হিসেবে। চরিত্রটি নিষ্ঠুর অতীত থেকে দূরে নির্জন দ্বীপে শান্তির খোঁজে থাকলেও শেষ পর্যন্ত আবারও সহিংস সংঘর্ষের মুখোমুখি হয়।
পুরোনো প্রেম আর পুরোনো শত্রুতার টানাপোড়েনে প্রতিশোধের আগুনে নতুন করে জ্বলে উঠবে প্রিয়াঙ্কার এই চরিত্র। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও প্রাইম ভিডিও ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেছে। নিজের ইনস্টাগ্রামে প্রথম লুক শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “মা, রক্ষাকর্তা, জলদস্যু।”
প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরের দুর্গম পরিবেশে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা আকাশের দিকে দাঁড়িয়ে কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে কঠোর অভিব্যক্তি। আরেকটি দৃশ্যে তাকে রক্ত ও ময়লায় ভেজা অবস্থায় অস্ত্র হাতে শত্রুর দিকে ধেয়ে যেতে প্রস্তুত দেখা যায়। কার্ল আরবানকে দেখা গেছে লম্বা কালো কোট পরে তরবারি তাক করে প্রতিহত করতে প্রস্তুত অবস্থায়।
ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী ছবিতে আরও অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল ও কার্ল আরবান। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ছবিটি প্রাইম ভিডিওতে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হবে।