আশি এবং নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল খুব বেশি। সেই সময় অনেকেই মাফিয়াদের কাছ থেকে হুমকি পেতেন, কিন্তু ভয়ে মুখ খুলতেন না। তবে অভিনেত্রী প্রীতি জিনতা সেই অন্ধকার শক্তির সামনে মাথা নত করেননি। তিনি একা সেই ঝুঁকির মোকাবিলা করেছিলেন।
'চোরি চোরি চুপকে চুপকে' এবং ছোটা শাকিলের হুমকি
২০০১ সালে সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে প্রীতি 'চোরি চোরি চুপকে চুপকে' ছবিতে অভিনয় করেন। সে সময় খবর ছড়ায় যে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল এই ছবিতে বিনিয়োগ করেছেন। পুলিশ বিষয়টি জানার পর ছবির প্রিন্ট জব্দ করে। এরপর প্রীতি ও আরও কয়েকজন তারকা হুমকি ফোন পান। তবে অন্যদের মতো ভয় পেয়ে তিনি পিছু হটেননি।
একাই আদালতে সাক্ষ্য
মামলা আদালতে গেলে পুলিশ তারকাদের সাক্ষ্য দিতে অনুরোধ করে। অনেকেই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে রাজি হননি। কিন্তু প্রীতি জিনতা পিছপা হননি। তিনি সাহসের সঙ্গে আদালতে গ্যাংয়ের নাম উল্লেখ করে জানান যে, তাকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।
সাহসিকতার ফল
প্রীতির সাহসী সাক্ষ্যের পর পুলিশ অর্থ লগ্নিকারী ভরৎ শাহ এবং প্রযোজক নাজিম রিজভিকে গ্রেপ্তার করে। বলিউডের ইতিহাসে প্রীতির এই পদক্ষেপ এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে। তিনি শুধু পর্দায় আলো ছড়াননি, বরং সাহসিকতারও এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন।