দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ প্রদর্শনী চলাকালীন ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রিয় অভিনেতার উপস্থিতি উদযাপন করতে গিয়ে তাঁর একদল ভক্ত হলের ভেতরেই আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে প্রেক্ষাগৃহের ভেতরে থাকা একদল দর্শক কনফেটি বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। একটি বদ্ধ হলের ভেতরে এভাবে আগুন জ্বালানোয় সেখানে উপস্থিত শত শত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছিল। নেটিজেনরা এই কাজটিকে অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছেন এবং বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রভাসের সাধারণ ভক্তদের একাংশ মনে করছেন যে এ ধরনের উগ্র আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। সিনেমার প্রচার বা উদযাপন করতে গিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে অনেকেই মন্তব্য করেছেন। তবে এই অনভিপ্রেত ঘটনা নিয়ে এখন পর্যন্ত প্রভাস কিংবা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত শুক্রবার ‘দ্য রাজা সাব’ মুক্তি পাওয়ার পর থেকেই প্রভাসের ভক্তদের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করছে। এর আগেও এই সিনেমার একটি বিশেষ দৃশ্যের সঙ্গে মিল রেখে কিছু দর্শক প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন। এবার আগুন জ্বালানোর ঘটনাটি সেই উত্তেজনারই এক নেতিবাচক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
পরিচালক মারুতি নির্মিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের নতুন লুক ও অ্যাকশন নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতরে বারবার এ ধরনের বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বড় বিতর্কের জন্ম দিচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন যে সিনেমার প্রতি ভালোবাসা প্রকাশের ধরণটি আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।