প্রভাসের জন্মদিনে বৃহস্পতিবার তাঁর ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রকাশ করেন তাঁদের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পিরিট’-এর অডিও টিজার, যা তিনি নিজেই ‘সাউন্ড স্টোরি’ বলে উল্লেখ করেছেন। যেহেতু এটি ছবিটির প্রথম ঝলক, তাই প্রভাস অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু টিজার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটি বিষয় টাইটেল কার্ডে প্রভাসকে পরিচয় করানো হয়েছে “India’s Biggest Superstar” বা ভারতের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে। সাধারণত প্রভাসকে “রেবেল স্টার” নামে প্রচারে দেখা যায়, তাই এই নতুন উপাধি অনেককেই অবাক করেছে এবং সঙ্গে এনেছে বড় এক বিতর্ক।
শাহরুখ খানের ভক্তরা এই ঘোষণায় প্রবলভাবে ক্ষুব্ধ হন। তাঁদের দাবি, ভারতের সবচেয়ে বড় সুপারস্টার উপাধি একমাত্র শাহরুখ খানেরই প্রাপ্য। এক শাহরুখ ভক্ত এক্সে (পূর্বতন টুইটার) লেখেন, “India’s Biggest Superstar? ভালো চেষ্টা, কিন্তু ভারতের একমাত্র বাদশাহ রয়েছেন #SRK। মুম্বাই থেকে মরক্কো পর্যন্ত তাঁর প্রভাব বিস্তৃত। এমন লিগ্যাসি পোস্টারে ঘোষণা করা যায় না, সেটা গড়ে ওঠে বছরের পর বছর ভালোবাসা, প্রতিভা আর গ্লোবাল স্বীকৃতিতে।” আরেকজন লেখেন, “প্রভাসকে অসম্মান করছি না, কিন্তু ‘India’s Biggest Superstar’? ভাই, SRK তো আছেনই।” শাহরুখ ভক্তরা এমনকি আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘The Ba***ds of Bollywood’ থেকে একটি মিমও শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “ঘণ্টে কা বিগেস্ট সুপারস্টার!” উল্লেখ্য, শাহরুখ খান ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডঙ্কি’ এই তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ এককভাবে ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। শাহরুখই একমাত্র অভিনেতা, যার দুটি একক ছবি এই ক্লাবে রয়েছে।
অন্যদিকে, প্রভাসের ভক্তরা দাবি করছেন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা সঠিক কাজই করেছেন। তাঁদের মতে, প্রভাস এখন সত্যিই ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। এক অনুরাগী লেখেন, “সন্দীপ ভাঙ্গা ঠিকই বলেছেন। প্রভাসই ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার। জন্মদিনে এই সম্মান তাঁর প্রাপ্য।” আরেকজন মন্তব্য করেন, “বক্স অফিসই প্রমাণ ভাঙ্গা ভুল বলেননি।”
প্রভাসের উত্থানের ইতিহাসও এই দাবি সমর্থন করে। এস. এস. রাজামৌলির ‘বাহুবলী’ সিরিজ তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। দুটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছিল প্রায় ২৪০০ কোটি টাকা। এরপর তিনি হয়ে ওঠেন সত্যিকারের প্যান-ইন্ডিয়া তারকা। যদিও পরবর্তী চলচ্চিত্রগুলো ‘সাহো’, ‘রাধে শ্যাম’ ও ‘আদিপুরুষ’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, তবে গত দুই বছরে প্রভাস পুনরায় জয় করেছেন দর্শক ও বাজারকে। ‘সালার’ এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’ তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় খুলে দিয়েছে। বিশেষত ‘কাল্কি ২৮৯৮ এডি’ বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি আয় করে তাঁর অবস্থানকে আরও মজবুত করেছে।
এই সাফল্যের জোয়ারেই অনেকে মন্তব্য করছেন, বলিউডের কিছু তারকা প্রভাসের জনপ্রিয়তায় অস্বস্তি বোধ করছেন। এক টুইটে কেউ লিখেছেন, “বোম্বের কয়েকজন আজ রাতে ঘুমাতে পারবেন না এই পোস্টার দেখার পর।”
বর্তমানে প্রভাস কাজ করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নতুন সিনেমা ‘স্পিরিট’-এ, যেখানে তাঁর সঙ্গে আছেন বিবেক ওবেরয় এবং ত্রিপ্তি দিমরি। তবে তার আগে মুক্তি পাবে তাঁর আরেকটি বড় প্রজেক্ট ‘দ্য রাজাসাহেব’ (The RajaSaab) একটি ফ্যান্টাসি হরর ঘরানার ছবি, পরিচালনা করছেন মারুতি। সিনেমাটিতে আরও আছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন ও নিধি আগরওয়াল। এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি।
প্রভাসকে “ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার” ঘোষণা করা শুধু জন্মদিনের উপহার নয়, বরং ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে এক নতুন বিতর্কের সূচনা করেছে দেশের সবচেয়ে বড় সুপারস্টার আসলে কে? শাহরুখ খান না প্রভাস?