ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির অভিনয় জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই যেন আলোচনা বেশি। প্রেম ও বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হওয়া এই অভিনেত্রী এবার এক চাঞ্চল্যকর কথা জানালেন। একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পরীমণি হাসতে হাসতে বলেছেন, "আমার এক ডজন (১২টা) বিয়ে করার ইচ্ছে!”

"এক ডজন বিয়ে করব" মন্তব্যের ব্যাখ্যা

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে পরীমণি বলেন, "আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।"

আড়ালের কথা খোলাসা: প্রথম বিয়ে

অভিনয় জগতে আসার পর থেকে তাঁর বেশ কিছু বিয়ের খবর প্রকাশ্যে এলেও, আগের জীবনের কিছু কথা আড়ালেই ছিল। এই অনুষ্ঠানে নায়িকা সেই আড়ালের কথা খোলাসা করে স্বীকার করেছেন, চলচ্চিত্র জগতে ক্যারিয়ার গড়ার আগে তিনি তাঁর খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছর নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের পুরোনো ছবি ভাইরাল হয়েছিল, যা তাঁদের বিয়ের ঘটনাটি সত্য বলে ইঙ্গিত দিয়েছিল।


অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন, তখন পরীমণি হাসতে হাসতে বলেন, "ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।"

তবে তাঁর বর্তমান সম্পর্কের অবস্থা জানতে চাইলে পরীমণি সরাসরি 'সিঙ্গেল' বলতে রাজি হননি। "না," বলে তিনি আরও বলেন, "আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।"