‘মির্জাপুর’-এর ‘কালিন ভাইয়া’ খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তী দেবী বিহারের গোপালগঞ্জে ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শেষ সময় মায়ের পাশে ছিলেন অভিনেতা। মাত্র এক বছরের ব্যবধানে বাবা-মা উভয়কেই হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন পরিবার।
জনপ্রিয় সিরিজ 'মির্জাপুর'-এর 'কালিন ভাইয়া' খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে আরও একবার গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর মা হেমবন্তী দেবীকে চিরতরে হারালেন।
ত্রিপাঠীর মা গত শুক্রবার (১ নভেম্বর) বিহারের গোপালগঞ্জ জেলার পৈতৃক বাড়িতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
পরিবারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর দুঃখের কথা জানানো হয়েছে। তাঁরা নিশ্চিত করেছেন যে, পঙ্কজ ত্রিপাঠীর মা শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, মায়ের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে অভিনেতা আগেই গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং একেবারে শেষ মুহূর্তেও তিনি মায়ের পাশে ছিলেন।
শনিবার বেলসান্দেতে প্রয়াত হেমবন্তী দেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। পরিবার এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সকলের কাছে অনুরোধ করেছে।
পঙ্কজ ত্রিপাঠীর জীবনে তাঁর মা ছিলেন এক বড় অনুপ্রেরণার উৎস। অভিনেতা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আজকের অবস্থানে পৌঁছানোর জন্য তিনি তাঁর মায়ের কাছে চিরকৃতজ্ঞ।
উল্লেখ্য, মাত্র এক বছরের ব্যবধানে পঙ্কজ ত্রিপাঠী তাঁর বাবা-মা দু'জনকেই হারালেন। তাঁর বাবা ২০২৩ সালের ২১ আগস্ট মারা গিয়েছিলেন।