৩,৮০০ শিশুর হার্ট সার্জারির সম্পূর্ণ খরচ বহন করে গিনেস ও লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলেছেন ভারতীয় গায়িকা পলক মুচ্ছল। সংগীত নয়, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেই তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন।

ইন্দোরে জন্ম নেওয়া পলক নিজের ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দরিদ্র শিশুদের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছেন। সঙ্গীতের সঙ্গে মানবসেবাকে এক সুতোয় গেঁথে নিয়েছেন তিনি।

এই যাত্রা শুরু হয়েছিল তার ছোটবেলায়। এক ট্রেন ভ্রমণে দরিদ্র শিশুদের কষ্ট দেখে তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, “একদিন আমি ওদের জন্য কিছু করব।” সেই প্রতিশ্রুতি থেকেই জন্ম নেয় তার ফাউন্ডেশন। এখন তার প্রতিটি কনসার্টের আয় যায় অসহায় শিশুদের হার্ট সার্জারির তহবিলে।

পলক এক সাক্ষাৎকারে বলেন, “খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। প্রথমে এক শিশুর জীবন বাঁচাতে পেরেছিলাম। আজ এটাই আমার জীবনের সবচেয়ে বড় মিশন।”

মানবিকতার হাত তিনি বাড়িয়েছেন অন্য সময়ও কারগিল শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, গুজরাট ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন ১০ লাখ রুপি দিয়ে।

‘মেরি আশিকি’, ‘কৌন তুঝে’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো হিট গান দিয়ে যেমন জনপ্রিয় হয়েছেন পলক মুচ্ছল, তেমনি তার দান ও সহানুভূতিই তাকে করে তুলেছে অনন্য।