দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন তাঁর নতুন রূপে। অভিনয় ও সৌন্দর্যে বহুদিন ধরেই দর্শকের মন জয় করে নেওয়া এই নায়িকা সম্প্রতি একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন, যা দেখে মুগ্ধ ভক্তরা।

বুধবার (২২ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের কিছু নতুন ছবি শেয়ার করেছেন ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা যায় পিস্তাচিও সবুজ রঙের হালকা শাড়িতে, সঙ্গে মানানসই ব্লাউজ, গলায় ভারী রুপালি চোকার ও কানে মিলিয়ে দুল। নরম ওয়েভি চুলে তিনি যেন একেবারে নতুন এক আবেদন ছড়িয়েছেন।

পোস্টের ক্যাপশনে ফারিয়া লিখেছেন, “এই মৌসুমে আমার প্রিয় রঙ।” আর মুহূর্তেই মন্তব্যের ঘর ভরে গেছে ভক্তদের ভালোবাসা ও প্রশংসায়।