দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার হাজির হয়েছেন একেবারে নতুন রূপে। সম্প্রতি ঐতিহ্যবাহী শাড়িতে একের পর এক লুক দিয়ে মাতিয়েছিলেন তিনি, আর এবার শনিবার সকালে সামাজিক মাধ্যমে শেয়ার করলেন একগুচ্ছ ছবি, যেখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন আবহে।
ফ্যাশন সেন্স ও স্টাইলের জন্য জয়ার আলাদা খ্যাতি আছে। বয়স যেন তার ওপর কোনো প্রভাবই ফেলতে পারে না, এবারও তার ব্যতিক্রম হলো না। ছবিগুলোতে তিনি পরেছেন ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজের মতো পোশাক, যার অফ-হোয়াইট বা হালকা বেইজ পটভূমিতে কমলা ও সবুজ টিউলিপ ফুলের নকশা।
ঘরোয়া পরিবেশে তোলা ছবিগুলোর প্রতিটিতে জয়াকে দেখা যায় অন্যরকম মেজাজে কখনও জানালার পাশে আলো-ছায়ার খেলায় হারিয়ে গেছেন, কখনও চুলে হাত বুলিয়ে গভীর ভাবনায়, আবার কখনও ঘুমের ভঙ্গিতে একরাশ প্রশান্তি ছড়িয়েছেন। চারটি ফ্রেমেই তিনি স্নিগ্ধ ও লাবণ্যময়ী। পোস্টের সঙ্গে যুক্ত গানটিও তার উপস্থিতিকে আরও কবিতার মতো করে তুলেছে।
ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। কেউ তার লুকের প্রশংসায় মেতেছেন, কেউ আবার লিখেছেন, ‘এটাই দিনের সেরা শুরু’।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও জয়া আহসান নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অনেক আগেই। বাংলাদেশের সীমা পেরিয়ে ওপার বাংলাতেও তার নান্দনিকতা ও রুচির ছাপ সমানভাবে প্রশংসিত। যা বারবার প্রমাণ করে, তিনি শুধু অভিনেত্রী নন, স্টাইলেরও এক আলাদা মানদণ্ড।