নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। এবার সেই দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের সন্তান পলাশ বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।”
তার এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তিন হাজারের বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন, কমেন্ট পড়েছে সাড়ে ২২ হাজারের বেশি, আর লাইক দিয়েছেন প্রায় এক লাখ ২৭ হাজার ব্যবহারকারী।
পলাশ অভিনয় ও পরিচালনা, দুই ক্ষেত্রেই সক্রিয়। ২০১৮ সালে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ধারাবাহিকটিতে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। বর্তমানে চলছে সিরিজটির পঞ্চম সিজন।