অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে এর আগে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মূলত জানতে চায়, বিতর্কিত এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কী এবং অর্থের বিনিময়ে তিনি কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন।

জানা গেছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, নেহা শর্মা বেটিং অ্যাপটির প্রচার ও প্রসারে কীভাবে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছে কি না। তবে এখন পর্যন্ত 'ক্রুক' খ্যাত এই অভিনেত্রী এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এই মামলায় শুধু নেহা শর্মাই নন, ইডির রাডারে রয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কয়েকজন তারকা। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, রানা দাগ্গুবাতি এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত আগস্টে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাকে যখন জেরা করা হয়, তখন তিনি দাবি করেছিলেন যে, তিনি 'এ-২৩' নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তাঁর যুক্তি ছিল, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা ক্যাটাগরির এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যেই বৈধ। তিনি তাঁর ব্যাংক লেনদেনসহ চুক্তির সব নথি ইডিকে জমা দিয়েছিলেন।