বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি আসলেই সংগীত জগৎ ছাড়তে চলেছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেহার একটি পোস্টে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এই আকস্মিক ঘোষণার পর থেকে নেটিজেনদের মধ্যে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। নেহা সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নতুন গান ‘ললিপপ’ প্রকাশ করেছেন।
গানটি প্রকাশিত হওয়ার পরই নেট দুনিয়ায় তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। অনেকেই গানটির কথা ও দৃশ্যায়নকে ‘অশালীন’ হিসেবে কটাক্ষ করেছেন। তবে কি এই ট্রোলিং সহ্য করতে না পেরেই নেহা এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন? গায়িকার পোস্ট থেকে বোঝা যায়, তার অনুভূতি আরও গভীর এবং ব্যক্তিগত জীবনের সংকটের দিকে ইঙ্গিত করছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লিখেছেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আছে সব থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।”
এই পোস্টে স্পষ্ট হয়েছে যে নেহা শুধু গান বা কাজই নয়, জীবনের সব দায়িত্ব এবং সম্পর্ক থেকেও দূরে থাকতে চান। পাশাপাশি তিনি সংবাদমাধ্যম এবং ফটো গ্রাফারদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন, “ছবির শিকার ও অনুরাগীদের অনুরোধ, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরায় ধরা থেকে বিরত থাকুন। আশা করি, আপনি আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।”