হলিউডের ব্যস্ত সময় আর যুক্তরাষ্ট্রের সংসারজীবনের ভিড়ে বহু বছর ধরেই দুর্গাপূজার আনন্দ থেকে দূরে ছিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবারের শারদোৎসবে ঘটল বড় চমক। আচমকাই হাজির হলেন তিনি রানি-কাজলের মুখার্জি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজায়। নীল ও রুপালি জরির ঝলমলে সালোয়ার পরে মঞ্চে উঠে প্রতিমার দর্শন করলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন এবং মুহূর্তেই জয় করলেন ভক্তদের মন।
ভারতীয় গণমাধ্যমের খবর, সে সময় প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এগিয়ে আসেন মুখার্জি পরিবারের ছেলে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যদিও রানি বা কাজলের দেখা মেলেনি। ফলে প্রিয়াঙ্কার এই আগমন উপস্থিত সবাইকে রীতিমতো অবাক করেছে।
এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে ব্যস্ত রয়েছেন এস এস রাজামৌলির পরিচালনায় নির্মীয়মাণ চলচ্চিত্র এসএস এমবি ২৯ এর শুটিংয়ে। ছবির একটি বড় অংশ ইতিমধ্যেই কেনিয়ার মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ২০২৭ সালে মুক্তি পাবে সিনেমাটি।