প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী অভিনীত এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘মম’ (২০১৭) মুক্তি পেয়েছিল আট বছর আগে। এক মায়ের অসাধারণ জার্নিকে পর্দায় তুলে ধরা সেই ছবিটি আজও দর্শকের প্রিয় তালিকার শীর্ষে রয়েছে। সম্প্রতি বলিউড মহলে জোর গুঞ্জন, সেই ছবির নস্ট্যালজিয়া ফিরিয়ে এনে ছবির সিক্যুয়াল তৈরির পরিকল্পনা চলছে। আর এই ছবির হাত ধরে পর্দায় ফিরতে পারেন শ্রীদেবীর ছোট কন্যা, অভিনেত্রী খুশি কাপুর।
গুঞ্জন অনুসারে, ২০১৭ সালের সেই আইকনিক ছবির লিগ্যাসি নিয়ে আসছে ‘মম ২’, যেখানে খুশি কাপুরের পাশাপাশি দেখা যেতে পারে অভিনেত্রী করিশমা তান্নাকে। তবে এই খবর সম্পর্কে খুশি বা ছবির নির্মাতাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিলমোহর পাওয়া যায়নি। যদিও এটিকে ‘মম’ ছবির সিক্যুয়াল বলা হচ্ছে, তবে শোনা যাচ্ছে এটি প্রথম ছবির কাহিনীর সম্প্রসারণ হবে না; বরং ‘মম ২’ সম্পূর্ণ নতুন একটি গল্প বলবে।
তবে এই জল্পনার পিছনে রয়েছে একটি জোরালো ভিত্তি। একসময় ছবির প্রযোজক এবং খুশির বাবা বনি কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি খুশির কাজ দেখে আশাবাদী, এবং ভবিষ্যতে যদি তিনি ‘মম ২’ তৈরি করেন, তবে তাতে তিনি খুশিকেই কাস্ট করতে পারেন। এই পুরনো বক্তব্যই বর্তমানে ‘মম ২’ এবং খুশি কাপুরের যুক্ত হওয়ার জল্পনাকে উসকে দিচ্ছে। উল্লেখ্য, খুশি কাপুর ‘আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন এবং এরপর ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়া’ ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, করিশমা তান্নাকে শেষবার ২০২১ সালের ‘লাহোর কনফিডেনশিয়াল’ ছবিতে দেখা গিয়েছিল।