পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছেন। তিনি দাবি করেছেন, “পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরে সমকামিতার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে বিনোদন জগতে।”

মেমুনা বলেন, করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি প্রকাশ্যে হয়। তিনি যুক্তি দিয়েছেন, ব্যক্তিগত বিষয়গুলো গোপনে থাকা উচিত এবং এগুলো প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় নয়।

লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিকে তিনি “অধিক নোংরা” উল্লেখ করেন এবং বলেন, সেখানে অনেক মানুষ নৈতিক বিচারে দুর্বল এবং নিজেদের ধনী বা শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করেন। অন্যদিকে, করাচিকে পেশাদার শহর হিসেবে ব্যাখ্যা করে মেমুনা বলেন, “করাচিতে সম্পর্কগুলো অনেক সময় চুক্তির মতো হয়, প্রত্যাশাগুলো স্পষ্ট থাকে, এবং প্রত্যাখ্যান হলে বিষয় এখানেই শেষ হয়।”

মেমুনার এসব বক্তব্য সামাজিক ও বিনোদন মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কিছু নেটিজেন তার বক্তব্যকে সমর্থন দিয়েছেন। তবে একই পডকাস্টে শিয়া সম্প্রদায়ের বিষয়ে মন্তব্যের কারণে তিনি বিতর্কের মুখেও পড়েন এবং পরে ক্ষমা চেয়েছেন।

মেমুনা কুদ্দুস ইসলামাবাদে জন্মগ্রহণ করেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে পরিচালনা, চিত্রনাট্য রচনা ও ভিডিও এডিটিংয়ে আগ্রহী হয়ে ওঠেন। ২০১৬ সালে মডেলিং শুরু করেন এবং ২০১৭ সালে নাটক ‘চাইয়ে থোড়া প্যায়ার’-এ ‘সাবা’ চরিত্রে অভিনয় দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ‘মোহাব্বত জিন্দেগি’ ধারাবাহিকে একই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।