অস্ট্রেলিয়ার মেলবোর্নে হঠাৎ করে বলিউডের সুপারস্টার আমির খানের সঙ্গে দেখা হলো বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতির। এই আকস্মিক সাক্ষাতে দিব্য শুধু তার স্বপ্নের নায়কের সঙ্গে কথা বলার সুযোগই পাননি, বরং তার কাছ থেকে পেয়েছেন আন্তরিক অনুপ্রেরণা, যা তার অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করবে।

স্বপ্নময় মুহূর্তের গল্প

অভিনেত্রী শাহনাজ খুশি গত ১৪ আগস্ট সামাজিক মাধ্যমে আমির খানের সঙ্গে দিব্যর একটি ছবি শেয়ার করে এই ঘটনাটি জানিয়েছেন। ছবিতে দেখা যায়, কাঁধে ব্যাগ ও সোয়েটার পরা দিব্য হাসি মুখে দাঁড়িয়ে আছেন আমির খানের পাশে, যার পরনে ছিল কালো কুর্তা ও সাদা পাজামা।

শাহনাজ খুশি তার পোস্টে লিখেছেন যে, মেলবোর্নের রাস্তায় হঠাৎ আমির খানের সঙ্গে দেখা হওয়ার পর দিব্য নিজেকে বাংলাদেশের একজন অভিনেতা হিসেবে পরিচয় দেন। এরপর আমির খান জানতে পারেন যে দিব্য ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে কাজ করেছেন।

শ্যাম বেনেগালের একজন বড় ভক্ত হওয়ায় আমির খান এতে বিশেষভাবে আন্তরিক হন। তিনি দিব্যর পিঠ চাপড়ে আদর করে দেন এবং তার কাজের প্রতি গর্ব প্রকাশ করেন। শাহনাজ খুশি জানান, একজন অচেনা-অখ্যাত শিল্পীর প্রতি আমিরের এই বিনয়ী আচরণ দিব্যের জন্য এক বিশাল শিক্ষা হয়ে থাকবে।

উল্লেখ্য, নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ দুই সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। তারা দুজনেই পড়ালেখার পাশাপাশি নাটক, ওটিটি এবং সিনেমায় নিয়মিত অভিনয় করছেন এবং তাদের বাবা-মায়ের মতোই শোবিজের জনপ্রিয় মুখ হয়ে উঠছেন।