চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব এখন সুখী দাম্পত্য জীবনে একসঙ্গে পথ চলছেন। বিয়ের আট মাস পেরিয়ে মেহজাবীন জানালেন, এই সময়টা তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থাপক যখন মজা করে জিজ্ঞেস করলেন, “বিবাহিত জীবনের ২৩৪ দিন কেমন গেল?”, তখন হাসিতে ভরে ওঠে মেহজাবীনের মুখ। রসিক ভঙ্গিতে বলেন, “এটা কে বসে বসে গুনেছে?” তবে ভক্তদের পক্ষ থেকে এমন ভালোবাসার নিদর্শন জেনে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, “আমার বিবাহিত জীবন দারুণ কাটছে, খুবই ভালো আছি।”

অভিনেত্রীর ভাষায়, বিয়ের পর জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটা বদলেছে। বলেন, “আমি আগের মতোই মেহজাবীন। আগের মতো কাজ করছি, ঘুরছি। আদনান আগেও আমার খুব ভালো বন্ধু ছিল, এখনও আছে। আমাদের বন্ধুত্বটা এখনো একই রকম আছে।”

তবে বিয়ের পর জীবন যে আরও সহজ ও পরিপূর্ণ হয়েছে, তা অকপটে স্বীকার করেছেন তিনি। “আগে কিছু করতে হলে শুধু আমার পরিবারকেই বলতাম। এখন পাশে আছে আরও অনেকে একটা বড় পরিবার। সবাই অনেক ভালোবাসে, আমার কাজকে সাপোর্ট করে, আমার চাওয়াগুলো খেয়াল রাখে। আমি সত্যিই খুব ব্লেসড এবং খুব হ্যাপি,” বলেন মেহজাবীন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক মন্তব্য করেন, মেহজাবীনকে দেখলে মনে হয় তিনি খুব সুখী একজন মানুষ। জবাবে হেসে অভিনেত্রী বলেন, “এটা আমি আগেও শুনেছি। কেউ একদিন বলেছিলেন, মেয়েরা বিয়ের পর সুখী কিনা সেটা তাদের মুখে বোঝা যায়। আমাকে দেখে বলেছিলেন, ‘তুমি যে খুব হ্যাপি, সেটা স্পষ্ট।’ সত্যি বলতে, আমি এখন খুবই সুখী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”