নিজের নতুন সিনেমা 'জুগনুমা'-এর প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। তিনি তার সাক্ষাৎকারে কোনো নির্দিষ্ট তারকার নাম উল্লেখ না করলেও তার মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে, তিনি দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানাকে কটাক্ষ করেছেন।

মনোজ বাজপেয়ির অভিযোগ

এক পডকাস্টে মনোজ বাজপেয়ি বলেন, "আমার সব সময় মনে হয় যে, আমি আমার সবটুকু দিয়ে একটা ছবির জন্য অভিনয় করার পর সঠিক সম্মান বা স্বীকৃতি পাই না।" তিনি আরও বলেন, "অথচ কেউ শুধু পিআর স্টান্টের মাধ্যমে 'সেরা অভিনেতা' বা 'জাতীয় ক্রাশ' তকমা পেয়ে যান। এটি আমার মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক, যিনি এত বছর ধরে অভিনয়কে নিজের মধ্যে লালন করেছেন, ভালোবেসেছেন।"

নেটিজেনদের প্রতিক্রিয়া

মনোজ বাজপেয়ির এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কারণ, নেটিজেনদের মধ্যে রাশমিকা মান্দানাই 'ন্যাশনাল ক্রাশ' হিসেবে পরিচিত। যদিও এই বিষয়ে রাশমিকার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা 'জুগনুমা : দ্য ফেবল' ১৯৮০ সালের প্রেক্ষাপটে হিমালয়ের এক বাসিন্দার জীবন নিয়ে নির্মিত হয়েছে।