মল্লিকা শেরাওয়াত, এক সময়ের বলিউডের সাহসী ও আলোচিত অভিনেত্রী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। একসময় হিন্দি সিনেমায় নিয়মিত ছিলেন তিনি, কিন্তু কর্মজীবনের পথে বুলিং ও হয়রানির মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন। পর্দায় সাহসী চরিত্র ও চুম্বন দৃশ্যে অভিনয়ের কারণে তাঁকে ‘নৈতিকতাহীন’ বলে কটাক্ষ করা হতো। গতকাল ২৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন, আর সেই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন মল্লিকা শেরাওয়াত। ভারতীয় দৈনিক জাগরণ-এর তথ্য অনুযায়ী, তাঁর জীবনযাত্রা যেন এক সাহসী সংগ্রামের গল্প।

শুরুর গল্প

মল্লিকা অভিনয়জীবন শুরু করেন টেলিভিশনের বিজ্ঞাপনচিত্র দিয়ে। শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করার পর সিনেমায় পা রাখেন তিনি। খোয়াইশমার্ডার সিনেমায় অভিনয়ের পর দ্রুতই আলোচনায় আসেন। হরিয়ানার এক জাট পরিবারে জন্ম নেওয়া মল্লিকার পরিবার শুরুতে তাঁর অভিনয়ে আসা নিয়ে তীব্র আপত্তি জানায়। সাহসী চরিত্র বেছে নেওয়া ও স্বাধীন সিদ্ধান্তের কারণে পারিবারিক বিরোধ সত্ত্বেও একাই পথ চলতে হয় তাঁকে।

বুলিং ও হয়রানির শিকার

ক্যারিয়ারে সাহসী চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন মল্লিকা। বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে সবচেয়ে বেশি বুলিং করেছে মিডিয়ার একাংশ, এবং আশ্চর্যজনকভাবে বেশির ভাগই ছিল নারী। পুরুষরা বরং সবসময় পাশে ছিল।” অতিরিক্ত চাপের কারণে তিনি কিছুদিন দেশের বাইরে চলে গিয়েছিলেন, পরে আবার নতুন উদ্যমে ফিরে আসেন।

মল্লিকার আক্ষেপ

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “যদি কোনো নারী ছোট স্কার্ট পরে বা পর্দায় চুমু খায়, তবে তাকে ‘নৈতিকতাহীন’ বলা হয় আমিও সেই ট্যাগ পেয়েছি।” তিনি আরও জানান, “অনেক প্রজেক্ট হারিয়েছি, কারণ কিছু নায়ক ব্যক্তিগত সম্পর্কে জড়াতে চেয়েছিল। তাদের প্রস্তাবে না বলায় তারা আমাকে সিনেমা থেকে বাদ দিয়েছে।”

বর্তমান জীবন

মল্লিকা শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পরিচিত মুখ। তিনি অতিথি হয়েছেন জনপ্রিয় মার্কিন টক শো জিমি কিমেল লাইভদ্য এলেন ডিজেনারেস শো-তে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের জীবনের ঝলক শেয়ার করেন তিনি। নানা বিতর্ক, বাধা, সাফল্য ও ব্যর্থতার মধ্যেও এখন তিনি নিজের মতো করেই জীবন উপভোগ করছেন। দীর্ঘ বিরতির পর তিনি ফিরেছেন নতুন ছবিতে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও (২০২৪) ছবির মাধ্যমে।

চলচ্চিত্রজগৎ হয়তো তাঁকে ভুলে গিয়েছিল, কিন্তু মল্লিকা শেরাওয়াত এখনও প্রমাণ করে যাচ্ছেন, আত্মবিশ্বাস আর সাহসই তাঁর প্রকৃত পরিচয়।