মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, অভিনেতা এবং প্রোডাকশন এক্সিকিউটিভ কান্নান পট্টম্বি আর নেই। গত রবিবার (৪ জানুয়ারি) রাতে কেরালার কোঝিকোড় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

কান্নান পট্টম্বি প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মেজর রবির ভাই। তিনি দীর্ঘ বছর ধরে মালয়ালম চলচ্চিত্র শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রোডাকশন কন্ট্রোলার এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে পর্দার আড়ালেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শাজি কাইলাস, ভি.কে. প্রকাশ এবং সন্তোষ শিবানের মতো নামী নির্মাতাদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল তার।

তার অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যায়, 'পুলি মুরুগান', 'অনন্তভদ্রম', 'ওডিয়ান', 'কীর্তিচক্র', 'ভেট্টম', 'ক্রেজি গোপালন', 'কান্দাহার' এবং '১২থ ম্যান'-এর মতো জনপ্রিয় সব সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুধুমাত্র বড় পর্দায় নয়, অসংখ্য টেলিভিশন সিরিয়ালেও তার উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিশেষ করে পার্শ্ব চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে বেশ পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সন্ধ্যায় পট্টম্বির নিকটস্থ নাঙ্গাত্তিরিতে তার নিজ বাসভবনের পাশে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার চলে যাওয়া কেরালা চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।