ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি এনরিক ইগলেসিয়াস কনসার্টে মালাইকাকে হর্ষ মেহতা নামের এক তরুণ হীরা ব্যবসায়ীর সঙ্গে দেখা গেছে। কনসার্টের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে।
সেই গুঞ্জন আরও তীব্র হয় মুম্বাই বিমানবন্দরে। যদিও মালাইকা ও হর্ষ সরাসরি ক্যামেরার সামনে ধরা দিতে চায়নি, তবুও নজর এড়াতে পারেননি। বুধবার বিকেলে দু'জন প্রায় একই সময়ে একই টার্মিনালে পৌঁছান। মালাইকা সামনের দিকে এগিয়ে ছিলেন, আর হর্ষ কেজুয়াল পোশাকে মাস্ক পরে তার পিছু নেন।
পার্থক্য শেষ হয়নি পার্কিং এরিয়ায়। দু'জনকে একই গাড়িতে ওঠা দেখা যায়। মালাইকা আগে বসেন, কয়েক সেকেন্ড পর হর্ষও একই গাড়িতে প্রবেশ করেন। এই মুহূর্ত নতুন করে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা বাড়িয়েছে।