ভারতীয় গণমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির নতুন সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেতা সালমান খানের শৈশবের ঘনিষ্ঠ বন্ধু নাদিম। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গেই নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মাহি।
সম্প্রতি নাদিমের জন্মদিনে নিজের সামাজিক পাতায় আবেগঘন একটি পোস্ট দেন মাহি। সেই পোস্টকে ঘিরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে তিনি লেখেন, নাদিম শুধু বন্ধু নন, তিনি তাঁর স্বস্তি, শক্তি ও পরিবার। তাঁর সঙ্গে নিজের মতো করে থাকতে পারেন, মন খুলে কথা বলতে পারেন এবং নাদিমও তাঁকে সেইভাবে গ্রহণ করেছেন।
আরও লেখেন, যতই মনোমালিন্য বা তর্ক হোক, দুজনেই জানেন তারা একে অপরের সঙ্গে যুক্ত। নীরব থাকলেও নাদিম তাঁকে বুঝতে পারেন। এই মানুষটি সব সময় পাশে থেকেছেন। শেষে তিনি জানান, নাদিমকে ভালোবাসেন তিনি, কারণ নাদিমের সঙ্গে থাকলে তিনি নিজেকে নিরাপদ মনে করেন। নাদিমকে আজীবনের আশ্রয় হিসেবে উল্লেখ করেন তিনি।
এ পোস্টের পরই মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। এতে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। তিনি জানান, মাহি, নাদিম ও জয়কে অনেকদিন ধরে চেনেন। নাদিম সবসময় মাহি ও জয়ের বাবার মতো ছিলেন এবং তাদের কন্যা তারারও অভিভাবকের ভূমিকায় থেকেছেন। কিছু সম্পর্ক ভালোবাসার ভিত্তিতে দাঁড়ায়, যা বাইরে থেকে বোঝা যায় না বলেও মন্তব্য করেন তিনি। পুরো বিষয় না জেনে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান অঙ্কিতা।
উল্লেখ্য, ২০১১ সালে মাহি ও জয়ের বিয়ে হয়। ছয় বছর পর সন্তান না হওয়ায় ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। এরপর ২০১৯ সালে জন্ম নেয় কন্যা তারা। ২০২৪ সাল পর্যন্ত তাদের পরিবারকে সুখী দাম্পত্য হিসেবেই দেখা গেছে।