জনপ্রিয় গায়ক মাহফুজ আনাম জেমস তৃতীয়বার বিয়ে করেছেন এবং চলতি বছরের জুনে তিনি বাবা হয়েছেন। গত বছরই জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। চলতি বছরের জুনে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
জানা যায়, জেমস ও তার দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের মধ্যে এক দশক আগে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তার পরিচয় হয়, যা পরে প্রেম ও বিয়েতে গড়ায়। নামিয়া আমিনের জন্ম যুক্তরাষ্ট্রে এবং তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।
পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় জেমস ও নামিয়ার বিয়ে হয়। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় পুত্র জিব্রানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তাঁরা।
বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে জেমস বলেন, “এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”