মাধুরী দীক্ষিত ছোট পর্দায় ফিরছেন অরিজিনাল সিরিজ মিসেস দেশপান্ডে দিয়ে। বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ করে সবাইকে চমকে দিলেন। ছোট্ট ২০ সেকেন্ডেই ইঙ্গিত মিলেছে এমন এক মোচড়ের, যা কেউ ভাবেওনি।

টিজারের শুরুটা শান্ত। মাধুরী ধীরে ধীরে গয়না আর মেকআপ খুলছেন। হঠাৎ দৃশ্য বদলে যায় তিনি হাজির কারাগারের পোশাকে, মুখে রহস্যময় হাসি আর শীতল দৃষ্টি। স্পষ্ট বোঝা যায়, এবার তিনি আসছেন ভয়ংকর এক সিরিয়াল কিলারের চরিত্রে; তার ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার ভূমিকাগুলোর একটি।

টিজারের আগে সকালে তিনি ইনস্টাগ্রামে দিয়েছিলেন আরেকটি রহস্যময় পোস্ট, পুরোনো জনপ্রিয় গানগুলোর লাইনগুলো সাজানো ছিল ‘কামিং সুন’ ইঙ্গিতের সঙ্গে। এতে কৌতূহল আরও বেড়ে যায়।

আইফা অ্যাওয়ার্ডসে দাঁড়িয়ে মাধুরী বলেছিলেন, আলাদা কিছু করার ইচ্ছা ছিল না। চরিত্রটাই তাকে টেনে এনেছে। তার কথায়, এটা এমন একটি দিক যা তিনি নিজের ভেতর থেকে আবিষ্কার করতে চেয়েছেন, আর তাই তিনি দারুণ উচ্ছ্বসিত।

নাগেশ কুকুনুরের পরিচালনায় মিসেস দেশপান্ডে তৈরি হয়েছে ফরাসি থ্রিলার লা মান্তে–র অফিসিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার শর্ত দেয় তার অনুকরণকারী খুনিকে ধরতে হলে তাকে কাজ করতে হবে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গে। এই অস্বস্তিকর সম্পর্কই গল্পে যোগ করে তীক্ষ্ণ উত্তেজনা।

সিরিজের মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।

শেষবার মাধুরীকে দেখা গেছে গত বছর ভুল ভুলাইয়া থ্রি-তে। এদিকে চলতি মাসে কানাডার একটি কনসার্টে পারফর্ম করে তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন।