কানাডায় একটি শোতে অংশ নিতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রথম শোতেই তিন ঘণ্টা দেরি করে পৌঁছানোয় তাকে ব্যাপক কটাক্ষের শিকার হতে হচ্ছে, যার জেরে উঠেছে বয়কটের দাবিও। যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে বলিপাড়ার পরিচালক-প্রযোজকরা কোনো প্রশ্ন তোলেন না, সেই মাধুরী দীক্ষিতের 'পেশাদারিত্ব জ্ঞান'ই এবার প্রশ্নের মুখে! তার কানাডার শো ঘিরে বিতর্ক এখন তুঙ্গে।
নেটপাড়াজুড়ে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে। তাদের অভিযোগ, মাধুরী তিন ঘণ্টা ধরে দর্শকদের বসিয়ে রেখেছেন। অনেক টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, সেই প্রশ্ন তুলেছেন ক্ষিপ্ত দর্শক। শুধু মাধুরী নন, এই কনসার্টের উদ্যোক্তাদের বিরুদ্ধেও চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে।
সামাজিক মাধ্যমে মন্তব্য করে কেউ বলছেন, 'ভীষণই খারাপ ব্যবস্থাপনা', আবার কেউ কটাক্ষ করে লিখছেন, 'টাকা নষ্ট, সময়ের অপচয়।' অনেকে প্রশ্ন তুলেছেন, 'কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবে আর মাঝেমধ্যে মাধুরী গল্প করবে! এটা কী রকম শো?' বিরক্ত দর্শকদের একাংশ লিখেছেন, অত্যন্ত খারাপ শো, টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হোক। এহেন নানা কটূক্তিবাণে সয়লাব সোশ্যাল মিডিয়া। যদিও এহেন বিতর্ক নিয়ে মাধুরী দীক্ষিতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।