নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম এবং বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। তেজাব বা হাম আপকে হ্যায় কৌনের মতো ব্যবসা সফল সিনেমার নায়িকা হওয়া সত্ত্বেও তাঁকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। মাধুরী জানান, তখনকার দিনে নারী শিল্পীদের জন্য সেটে ভ্যানিটি ভ্যানের মতো ন্যূনতম সুযোগ-সুবিধা ছিল না। এমনকি রোদে ছাতা নিয়ে বসে থাকা কিংবা ওড়না দিয়ে আড়াল তৈরি করে পোশাক পরিবর্তনের মতো অস্বস্তিকর পরিস্থিতিতেও কাজ করতে হতো তাঁদের।

পারিশ্রমিক বৈষম্য নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, এই সমস্যা ইন্ডাস্ট্রিতে দীর্ঘকাল ধরে চলে আসছে। তবে তাঁর মতে, একজন অভিনেত্রী যদি দর্শক টানার ক্ষমতা প্রমাণ করতে পারেন, তবে প্রযোজকরা পারিশ্রমিকের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। মাধুরী মনে করেন, দিনশেষে নারী বা পুরুষ নির্বিশেষে স্টারডমই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান বা মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত জরুরি। গ্ল্যামারের বাইরে গিয়ে সাহসী চরিত্রে অভিনয় করে প্রথা ভাঙা এই কিংবদন্তি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন।