বলিউডের প্রিয় জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক যদিও শেষ হয়েছে, তবু মনে হয় অর্জুন এখনও সেই স্মৃতিগুলো ভুলতে পারছেন না। প্রায়ই তার মুখে শোনা যায় প্রাক্তন প্রেমিকা মালাইকার নাম, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিনেত্রীকে পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার সেই সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন অর্জুন, যখন মালাইকার ৫২তম জন্মদিনে তিনি বিশেষ শুভেচ্ছা পাঠালেন।

সম্প্রতি মালাইকা অরোরা ৫২ বছরে পা রাখলেন। এই বয়সেও তার ফিটনেস ও গ্ল্যামার দেখে কেউই বিস্মিত হয় না। বয়স যেন তার কাছে থেমে নেই, বরং উল্টো দিকে এগোচ্ছে। ফিফটির দোরগোড়ায় দাঁড়িয়ে এমন যৌবন ধরে রাখার রহস্য নিয়ে যেমন চর্চা থাকে, তেমনি অর্জুনের সঙ্গে সম্পর্কের সময় তাদের বয়সের ফারাক নিয়েও নানা মন্তব্য শুনতে হয়েছে।

গত বছরের জুনে তাদের বিচ্ছেদের খবর প্রথমবার সামনে আসে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, সম্পর্ক ভাঙলেও দুজনের মধ্যে সৌজন্য বজায় থাকবে। তবে এরপর অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি বিশেষ নজরে আসে অনুরাগীদের।

বিচ্ছেদের পরও একাধিকবার তাদের সম্পর্ক পুনরায় জোড়ার গুঞ্জন শোনা গেছে। সেই গুঞ্জন আরও শক্তিশালী করলেন অর্জুন, মালাইকার জন্মদিনে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে। তিনি লিখলেন, “শুভ জন্মদিন, সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং সবসময় খুঁজতে থেকো।” তার “খুঁজতে থেকো” মন্তব্যটি নতুন জল্পনার জন্ম দিয়েছে। বলিপাড়ায় প্রশ্ন উঠছে, বিচ্ছেদের পরেও কি অর্জুন মালাইকাকে জীবনে ফেরার কোনো ইঙ্গিত দিলেন?

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে মালাইকা কখনোই জনসমক্ষে মন্তব্য করেননি। তবে মালাইকার বাবার মৃত্যুর সময় অর্জুন তড়িঘড়ি সেখানে পৌঁছেছিলেন, যা তাদের সম্পর্কের সৌজন্যপূর্ণ দিকটি তুলে ধরেছে।