অভিনেত্রী কুসুম শিকদার নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও নানা কারণে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। তবে এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। সেই বিরতির কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাসা করেছেন কুসুম।
সাক্ষাৎকারে তিনি জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে কিছু সময়ের জন্য কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।
কুসুম শিকদারের ভাষায়, “কথা দিয়ে কথা না রাখতে পারা শুধু নিজের নয়, সবার জন্য ক্ষতিকর। তখন আমার মনে হচ্ছিল, আমি এমন এক পরিস্থিতির মধ্যে আছি, যেখানে প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হতে পারে। তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম এখন না, হয়তো পরে আবার কাজ করব, যখন সত্যিই পারব।”