নূপুর শ্যাননের বিয়ের রেশ কাটতে না কাটতেই এখন অনুরাগী ও নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কৃতি শ্যাননের ব্যক্তিগত জীবন। বোনের বিয়ের আসরে কৃতির চর্চিত প্রেমিক কবীর বাহিয়ার উপস্থিতি এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে। বয়সে কৃতির চেয়ে প্রায় নয় বছরের ছোট কবীর ইংল্যান্ডের একজন সফল তরুণ উদ্যোক্তা, যার সাথে কৃতির সম্পর্কের গুঞ্জন গত বছর থেকেই বিনোদন জগতে বেশ চর্চিত হচ্ছে।
মাত্র ২৬ বছর বয়সেই কবীর বাহিয়া প্রায় চার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক এবং তিনি ইংল্যান্ডের স্বনামধন্য মিলফিল্ড স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি ‘ওয়ার্ল্ড এভিয়েশন অ্যান্ড টুরিজম লিমিটেড’ নামক একটি বড় প্রতিষ্ঠানের কর্ণধার, যা মূলত বিমান সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। ব্যবসার পাশাপাশি ক্রিকেট বিশ্বের অনেক তারকার সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যা তাকে প্রায়ই খবরের শিরোনামে নিয়ে আসে।
২০২৪ সাল থেকে কৃতি ও কবীরের সম্পর্কের কথা শোনা গেলেও ২০২৫ সালে এসে তাদের একসাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ায় ভক্তরা মনে করছেন তারা বেশ সিরিয়াস। তবে এই জুটি এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এবং বিষয়টি ব্যক্তিগত রাখতেই পছন্দ করছে। শ্যানন পরিবারে নূপুরের পর এখন কৃতির বিয়ের সানাই কবে বাজবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন অভিনেত্রীর অগুনতি ভক্ত।