হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত সুপারহিরো ছবি ‘কৃশ ৪’-এর ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
ছবির কাজ চলছে, তবে সময় লাগবে: হৃতিক রোশন
২০২৪ সালে এক সাক্ষাৎকারে হৃতিক রোশন নিজেই ছবিটি নির্মাণে বিলম্বের কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, “‘কৃশ ৪’ একটি কঠিন ছবি। এর ব্যবসায়িক ও অর্থনৈতিক দিকগুলো ভালোভাবে দেখতে হবে, এবং অবশ্যই চিত্রনাট্যের গভীরতা নিয়ে কাজ করতে হবে।” তিনি আরও জানান, কাজ এগিয়ে চললেও, ছবিটি মুক্তি পেতে এখনও অনেক সময় বাকি।
পরিচালক রাকেশ রোশনের নতুন আপডেট
তবে সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক রাকেশ রোশন জানান, ‘কৃশ ৪’-এর প্রাক-নির্মাণ কাজ পুরোদমে চলছে।
এই ছবিতে হৃতিক রোশন এবার শুধু অভিনয়ই করছেন না, বরং তিনি প্রথমবারের মতো পরিচালকের আসনেও বসছেন।
বক্স অফিসে মিশ্র ফলাফল 'ওয়ার ২'
এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবিটি ঘিরে ব্যাপক উন্মাদনা থাকলেও, এর ৪০০ কোটি রুপি বাজেটের তুলনায় বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। ছবিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি।