বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তি নিয়ে আবারও ফিরছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। প্রথম দুই পর্বেই তাঁদের কাণ্ডকারখানায় দর্শকের হাসি চেপে রাখা দায় ছিল, আর এবার সেই লড়াই গড়াল আদালতের কাঠগড়ায়! কোর্টরুমে চলছে দুই জলির তুমুল বাকবিতণ্ডা, এমন সময় হঠাৎ ঢুকে পড়ে একটি ছাগল,যা দেখে স্তম্ভিত বিচারকের ভূমিকায় থাকা সৌরভ শুক্লা।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত হয়েছে ‘জলি এলএলবি ৩’-এর প্রথম ঝলক। মাত্র কয়েক সেকেন্ডের টিজারেই অক্ষয়-আরশাদের ‘জলি ভার্সেস জলি’ আইনি লড়াইয়ের স্বাদ মিলেছে। অক্ষয় কুমার রয়েছেন আইনজীবী জলি মিশ্র, আরশাদ ওয়ারসি জলি ত্যাগীর চরিত্রে। বিচারক ত্রিপাঠীর ভূমিকায় সৌরভ শুক্লা। সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর।

টিজারে দেখা যায়, আদালতে দুই আইনজীবীর জোর তর্কে হিমশিম খাচ্ছেন বিচারক ত্রিপাঠী। হাস্যরস আর নাটকীয়তার মিশেলে নতুন কিস্তিটিও হতে চলেছে জমজমাট কোর্টরুম কমেডি ড্রামা। এ ছবিতে টলিউডের খরাজ মুখোপাধ্যায়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। টিজারের শেষেই জানানো হয়েছে মুক্তির তারিখ ১৯ সেপ্টেম্বর।

উল্লেখ্য, শুটিং চলাকালীন গত বছর ছবিটি আইনি জটিলতায় পড়েছিল। আইনজীবী চন্দ্রভান সিং রাঠোর অভিযোগ করেছিলেন, সিনেমায় বিচারক ও আইনজীবীদের অবমাননা করা হয়েছে। সেই অভিযোগে শুটিং বন্ধের আবেদন জানানো হয় আদালতে। অবশেষে সব বিতর্ক কাটিয়ে মুক্তির পথে ‘জলি এলএলবি ৩’।