টলিউড কুইন হিসেবে পরিচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর অভিনয়, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবনের ইতিবাচক দিকগুলোর কারণে সবসময়ই আলোচনায় থাকেন। সাধারণত নিজের প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে তাঁকে খুব বেশি কথা বলতে দেখা যায় না। তবে সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নতুন প্রজন্মের ভক্তদের প্রেম এবং সম্পর্ক নিয়ে বিশেষ টিপস দিয়েছেন, যা তাঁর অনুরাগীদের মুগ্ধ করেছে।
সাক্ষাৎকারে কোয়েলকে নতুন প্রজন্মকে ডেটিং টিপস দিতে বলা হলে তিনি বলেন, “সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়।” তিনি বোঝাতে চান যে একটি সম্পর্কের প্রতিটি মুহূর্ত সবসময় সুন্দর, খুশি বা 'হ্যাপেনিং' হবে এমনটা ভাবা ভুল। কোয়েলের মতে, একটি সম্পর্ক মানেই হলো একটি কথা দেওয়া এবং কমিটমেন্ট, যার মধ্যে একটি পবিত্রতা ও লয়ালিটি (আনুগত্য) থাকে। তিনি আরও বলেন, সম্পর্ক জামাকাপড় বদলানোর মতো নয় যে একটি পছন্দ হচ্ছে না বলে অন্যটি পরা হলো। তিনি স্বীকার করেন, “হয়তো আমি একটু পুরনোপন্থী, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।”
কোয়েলের এই গভীর ও আন্তরিক মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “একদম সঠিক কথা,” আবার কেউ তাঁর মন্তব্যকে সমর্থন করে লিখেছেন, “এ কারণেই তুমি টলি কুইন।” উল্লেখ্য, কোয়েল মল্লিক ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানে-কে বিয়ে করেন। ২০২০ সালে তাঁদের ছেলে কবীরের জন্ম হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের সংসারে আসে মেয়ে কাব্য। দুই সন্তান নিয়ে বর্তমানে এই অভিনেত্রী বেশ সুখেই সংসার করছেন।