বলিউডের জমজমাট পার্টি, ঝলমলে আলো আর ক্যামেরার তীব্র ফ্ল্যাশে যাদের একসঙ্গে দেখা যেত নিয়মিত, তারা হলেন বেদাঙ্গ রায়না ও খুশি কাপুর। তারকাদের ভিড় জমা প্রিমিয়ার থেকে শুরু করে আম্বানি পরিবারের আয়োজন, সব জায়গায় দুজনের উপস্থিতি ছিল আলাদা করে নজরকাড়া। সেই সম্পর্কই এখন নীরব পরিসমাপ্তির দিকে গেছে। প্রায় দুই বছর একসঙ্গে থাকার পর তারা নাকি আলাদা পথে হাঁটছেন, আর এ খবর রীতিমতো নতুন আলোচনার জন্ম দিয়েছে বলিউডে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি খুশি ও বেদাঙ্গের বিচ্ছেদ হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের ভাষায়, এখন আর তাদের জুটি বলা যায় না, সম্পর্কটির সমাপ্তি ঘটেছে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। আশ্চর্যের বিষয়, ইনস্টাগ্রামে এখনো একে অন্যকে অনুসরণ করছেন তারা। অনেকের ধারণা, বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের শুরু, তাই হয়তো প্রেম ভাঙলেও বন্ধুত্ব পুরোটা ভাঙতে চান না।
খুশি কাপুর ২০২৩ সালে জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে বেদাঙ্গ রায়নাও অভিনয় করেছিলেন। শোনা যায়, সেই ছবির শুটিং সেটেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং সেখান থেকেই প্রেমের শুরু।
বর্তমানে খুশির হাতে নতুন কোনো বড় প্রকল্প নেই বলে জানা যায়। অন্যদিকে বেদাঙ্গ ইতিমধ্যে আলিয়া ভাটের সঙ্গে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছেন, যা তাকে কর্মব্যস্ত রেখেছে।