বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যে তাদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
নীরবতা ও গুঞ্জন
গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিউডে শোনা যাচ্ছিল, তবে এই দম্পতি এ বিষয়ে নীরব ছিলেন। গুঞ্জন শুরুর পর থেকে ক্যাটরিনাকে জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছে না। জানা গেছে, সন্তানের জন্মের পর তিনি লম্বা সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটি নেবেন এবং সম্পূর্ণ মনোযোগ সন্তানকে দেবেন।
ভিকি কৌশলের বক্তব্য
সম্প্রতি ভিকি কৌশলের অভিনীত 'ব্যাড নিউজ' সিনেমার ট্রেলার প্রকাশের সময় সাংবাদিকরা তাকে এই বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে ভিকি কৌশল বলেন, "যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে সবার সঙ্গে তা ভাগ করব। তবে আপাতত এই খবরের কোনো সত্যতা নেই। এখন ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, আমরা অবশ্যই আপনাদের জানাব।"
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ক্যাটরিনা ও ভিকি বিয়ে করেন। কাজের ক্ষেত্রে, ভিকি কৌশলকে সর্বশেষ ঐতিহাসিক পটভূমির সিনেমা 'ছাভা'-তে দেখা গেছে এবং ক্যাটরিনা কাইফকে সর্বশেষ 'মেরি ক্রিসমাস' ছবিতে অভিনয় করতে দেখা গেছে।