বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সম্প্রতি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান। সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের অভিনন্দনে ভাসছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকির ঘরে নতুন অতিথির আগমন ঘটে। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন, তবে এখনই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। কেন ছাড়পত্র বিলম্বিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে বলিউডে চলছে শুভেচ্ছার বন্যা। কারিনা কাপুর লিখেছেন, “ক্যাট, মম্মা ক্লাবে স্বাগত! তোমাদের জন্য ভীষণ খুশি।” যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।” রাজকুমার রাও লিখেছেন, “ভিকি-ক্যাটরিনা, এই আনন্দের তুলনা নেই। ঈশ্বর আশীর্বাদ করুন।” অনিল কাপুর, নেহা ধুপিয়া এবং আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।