মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড তারকা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সুখবরটি জানিয়েছেন ক্যাটরিনা ও তার স্বামী ভিকি কৌশল।
বিবৃতিতে তারা লিখেছেন, “আমাদের জীবনে এসেছে অপরিসীম আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”
এই পোস্টে নবজাতককে ঘিরে উচ্ছ্বাস, ভালোবাসা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেই থেকেই তাদের প্রেম, একসঙ্গে ভ্রমণ, বা প্রকাশ্য উপস্থিতি সবই আলোচনায় থেকেছে বারবার।
গত সেপ্টেম্বরেই তারা জানিয়েছিলেন, পরিবারের নতুন সদস্য আসছে খুব শিগগিরই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ‘ভিকি-ক্যাট’ দম্পতির জীবনে এসেছে নতুন আলো।