বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে পরিবারে নতুন করে জটিলতা শুরু হয়েছে। সম্প্রতি তার দুই সন্তান সামাইরাকিয়ান নিজেদের অংশ বুঝে নিতে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন।

১২ জুন যুক্তরাজ্যে একটি পোলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয় কাপুর মারা যান। তার মৃত্যুর পর থেকেই সোনা গ্রুপ-এর ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির অধিকার নিয়ে পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়।

সম্পত্তি নিয়ে বিবাদ

সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়া সাচদেব এবং তার মা রানি কাপুরের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। রানি কাপুর দাবি করেছেন, তার প্রয়াত স্বামীর ২০১৫ সালের উইল অনুযায়ী, তিনিই কাপুর পরিবারের মূল উত্তরাধিকারী। অন্যদিকে, পিয়া সাচদেব তার ইনস্টাগ্রাম বায়োতে নিজেকে 'সোনা কমস্টার'-এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে উল্লেখ করেছেন।

এই পরিস্থিতিতে সামাইরা ও কিয়ান তাদের বাবার সম্পত্তি থেকে নিজেদের ভাগ চেয়ে আদালতে আবেদন করেছেন। জানা গেছে, মৃত্যুর অনেক আগেই সঞ্জয় তার দুই সন্তানের নামে ১৪ কোটি রুপির বন্ড এবং তার দিল্লি ও লন্ডনের বাড়ির এক অংশ দিয়েছিলেন। সেই বন্ড থেকে প্রতি মাসে ১০ লাখ রুপি সুদ হিসেবে পেতেন তারা।

সঞ্জয়ের মা রানি কাপুর তার ছেলের মৃত্যুকে 'অত্যন্ত রহস্যজনক ও অস্বাভাবিক' বলে উল্লেখ করে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই কারণেই বিস্তারিত জানতে কারিশমা কাপুরও দিল্লিতে এসেছিলেন।