বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহরকে নিয়ে একটি কথা চালু আছে তিনি ‘ওষুধ খেয়ে’ ওজন কমিয়ে কৃশকায় হয়েছেন। যদিও করণ সবসময় বলেছেন, খাওয়া কমিয়ে এই হাল হয়েছে তার। এবার অভিনেত্রী টুইঙ্কেল খান্না জানালেন এর আসল কারণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টুইঙ্কেল বলেন, করণ জোহর খাওয়া কমাতে কমাতে এক বেলায় গিয়ে ঠেকেছেন। ওই একবেলা তিনি নিরামিষ খান। দুগ্ধজাত খাবার ও চিনিও পুরোপুরি ছেড়েছেন।

করণের এই সময়ের ছবি দেখে অনেকে শিউরে উঠছেন এবং পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তার অনুরাগীরাও। আনন্দবাজার লিখেছে, প্রাইমের নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সর্বশেষ পর্বে আসেন করণ। সেখানেই টুইঙ্কেলের রসিকতা করে করণকে বলেন, “আর কত ইনজেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গিয়েছ দেখ! তোমার মা কিছু বলেন না?”

প্রথমে খানিক অপ্রস্তুত হলেও পরে সামলে নিয়ে করণ বলেন, “না মা ওসব বলা ছেড়ে দিয়েছেন। আর আমি কার্ব খাওয়া ছেড়ে দিয়েছি।”

করণ আরও বলেন, “অনেকের কাছ থেকে শুনেছি আমি নাকি রোগা হওয়ার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছি, ইনজেকশনও নিচ্ছি। এর কোনোটাই নয়। এক বেলা খাই। তাও পরিমাণে কম।”