আজ ১১ সেপ্টেম্বর, বাংলা গানের এক জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করা এই শিল্পী তার অসাধারণ কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।
বর্ণাঢ্য সংগীত জীবন
কনকচাঁপা তার ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ সব ধরনের গানেই সমানভাবে পারদর্শী। এখন পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তার প্রকাশিত একক গানের অ্যালবাম সংখ্যা ৩৫।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে:
'অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন'
'তোমাকে চাই শুধু তোমাকে চাই'
'ভালো আছি ভালো থেকো'
'যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়'
'আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার'
'তোমায় দেখলে মনে হয়'
'আকাশ ছুঁয়েছে মাটিকে'
'অনন্ত প্রেম তুমি দাও আমাকে'
'তুমি আমার এমনই একজন'
তিনি বশীর আহমেদের কাছে উচ্চাঙ্গ, নজরুল সংগীতসহ বিভিন্ন ধারার গানের তালিম নিয়েছেন।
পুরস্কার ও অন্যান্য ক্ষেত্র
গানের জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার এবং প্রযোজক সমিতি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
একজন সুপরিচিত শিল্পী হওয়ার পাশাপাশি কনকচাঁপা একজন লেখকও। তার লেখা তিনটি বই - 'স্থবির যাযাবর', 'মুখোমুখি যোদ্ধা', এবং 'মেঘের ডানায় চড়ে' - অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
এছাড়াও, তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ছিলেন।