বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-কে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থা ব্যাজয়ন্তী মুভিজ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানায়, এই সিনেমার জন্য যে ধরনের ‘প্রতিশ্রুতি’ দরকার, তা দীপিকার মধ্যে দেখা যায়নি।
পারিশ্রমিক ও কাজের সময়ের দাবি
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, দীপিকার এমন সিদ্ধান্তের পেছনে ছিল তার কিছু অযৌক্তিক দাবি। জানা যায়, তিনি প্রথম পর্বের চেয়ে ২৫ শতাংশ বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। এছাড়াও, তিনি দিনে মাত্র ৭ ঘণ্টা শুটিং করবেন বলে জোর দেন।
প্রযোজনা সংস্থা তাকে দীর্ঘ সময় কাজ করার বিনিময়ে একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দেওয়ার প্রস্তাব দিলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন। সূত্রটি জানায়, “নির্মাতারা আর্থিক বিষয় নিয়ে আপস করতে চাইলেও, দীপিকা নিজের দাবিতে অটল ছিলেন। অথচ এই ছবির অন্যতম প্রধান অভিনেতা প্রভাসও পারিশ্রমিক বাড়ানোর কোনো দাবি করেননি।”
দলবল ও পাঁচতারা হোটেলের দাবি
সূত্র আরও জানায়, শুটিং সেটে দীপিকার সঙ্গে প্রায় ২৫ জনের একটি দল থাকত, যার জন্য তিনি পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা এবং খাবারের খরচ দাবি করেন। প্রযোজনা সংস্থা মনে করে, পারিশ্রমিকের অতিরিক্ত এই ধরনের খরচ বহন করা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
প্রযোজকরা দীপিকার দলের কাছে তাদের দাবিগুলো পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও তারা রাজি হননি। এরপরই নির্মাতারা তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এর আগে সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমা ‘স্পিরিট’ থেকেও দীপিকাকে বাদ দেওয়া হয়েছিল। সেই সময়ও শোনা গিয়েছিল যে, তিনি প্রতিদিন ৮ ঘণ্টা কাজের সময়সীমা এবং সিনেমার লাভের একটি অংশ দাবি করেছিলেন। সেই ছবিতে তার পরিবর্তে এখন তৃপ্তি ডিমরি কাজ করছেন।