কাজলের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। অনেকেই জানতে চাইছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো টানাপোড়েন চলছে?
অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর এক বিশেষ পর্বে সঞ্চালিকা টুইঙ্কল খান্না অতিথিদের সামনে প্রশ্ন তোলেন বিবাহিত সম্পর্কের কি কোনো মেয়াদ থাকা উচিত? নাকি সেটার নবায়নের সুযোগ থাকা দরকার?
অতিথি ভিকি কৌশল, কৃতি স্যানন এবং টুইঙ্কল খান্না নিজে এ বিষয়ে দ্বিমত পোষণ করলেও, কাজল স্পষ্টভাবে জানান তিনি ‘রিনিউয়াল’ ধারণার পক্ষেই। শুধু তাই নয়, তিনি বলেন, দাম্পত্যে একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত।
টুইঙ্কল খান্না হেসে যখন বলেন, “বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়,” তখন কাজল ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দেন, “আমার তো মনে হয় ঠিক সেটাই। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে তার নিশ্চয়তা কোথায়? তাই রিনিউয়াল অপশন থাকাটা দরকার। আর যদি এক্সপায়ারি ডেট থাকে, তাহলে কেউই সম্পর্কের ভারে ভুগবে না।”